ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা! ঋতুপর্ণা সেনগুপ্ত

কলকাতা: এক ঝাঁক তারকা প্রার্থীকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বচনে লড়াইয়ে নামাতে চলেছে ভারতীয় জনতা পার্টি-বিজেপি। এর মধ্যে যেমন আছেন অভিনেত্রী রুপা গাঙ্গুলী, অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় ঠিক তেমনই আছেন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, বাউল শিল্পী পূর্ণদাস বাউল।



তবে তারকাদের তালিকায় সব থেকে চমকপ্রদ নাম হতে চলেছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যদিও সরকারিভাবে এই ঘোষণা করা হয়নি। তবে এই সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না বিজেপির বিভিন্ন মহল।

এদিকে যতদূর জানা যায়, কলকাতা বন্দর এলাকা থেকে প্রার্থী হতে পারেন লকেট চ্যাটার্জি। অন্যদিকে অশোকনগর কেন্দ্র থেকে রুপা গাঙ্গুলীর লড়াই করার সম্ভাবনা আছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ০৪ মার্চ , ২০১৬
ভিএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।