ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় গ্রামীণ ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, মার্চ ৪, ২০১৬
ত্রিপুরায় গ্রামীণ ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পে গ্রামীণ ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে- আগামী ১০ এপ্রিল বক্সনগর, ১১ এপ্রিল বিশালগড় ও ১২ এপ্রিল কাঁঠালিয়া ব্লক ভিত্তিক গ্রামীণ ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।



ব্লক ভিত্তিক এই উৎসব হওয়ার আগে পঞ্চায়েত ও জোন ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জেলার গ্রামীণ এলাকায় যেসব প্রতিভাবান খেলোয়াড় এবং শিল্পীরা রয়েছেন তাদের খুঁজে বের করার লক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী সময় রাজ্যের অন্য জেলার সীমান্ত এলাকায় এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে বলে জানা গেয়ে।

ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর এবং ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে হবে এই কর্মসূচি।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।