ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বুধবার ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ রফতানি শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বুধবার ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ রফতানি শুরু

আগরতলা: বুধবার (২৩ মার্চ) ত্রিপুরা থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ১শ’মেগাওয়াট বিদ্যুৎ রফতানি শুরু হবে।

ওইদিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১০টা ২০মিনিটের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বসে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাতে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন।


 
ওই সময় দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

মঙ্গলবার (২২ মার্চ) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দফতরের টেকনিক্যাল পরিচালক মহানন্দ দেববর্মা।

তিনি আরও জানান, অনুষ্ঠান চলাকালীন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা ত্রিপুরার পশ্চিম জেলার সূর্য্যমনিনগরের পাওয়ার গ্রিডে উপস্থিত থাকবেন।

উভয় দেশের প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ভারত-বাংলাদেশ ৪শ’ কেভি ডাবল সার্কিট লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সঞ্চালন শুরু হবে।

বাংলাদেশে রফতানির পুরো বিদ্যুতই সরবরাহ করা হবে ত্রিপুরার গোমতী জেলার ওটিপিসি পালাটানা বিদ্যুৎ প্রকল্প থেকে।

তবে গত (১৭ মার্চ) বৃহস্পতিবার থেকে এ লাইনে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছাড়াই নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ বাংলাদেশে পাঠানো হচ্ছে বলেও জানান মহানন্দ দেববর্মা।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।