ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা সীমান্তে হোলির আনন্দ ভাগাভাগি বিএসএফ- বিজিবির

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
ত্রিপুরা সীমান্তে হোলির আনন্দ ভাগাভাগি বিএসএফ- বিজিবির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বৃহস্পতিবার (২৪শে মার্চ) ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে হোলির আনন্দে মাতলেন উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা।

এদিন ভারতীয় সময় বেলা ১০টা নাগাদ আগরতলার পার্শবর্তী আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জওয়ানরা হোলি খেলায় সামিল হন।

উভয় দেশের সেনা জওয়ানরা পরস্পরের মধ্যে রং খেলেন। বিএসএফ জওয়ানরা আবির মেখে দেন বিজিবি জওয়ানদের গায়ে, অপরদিকে বিজিবি জওয়ান মেখে দেন ভারতীয় জওয়ানের শরীরে। হোলির গানের তালে তালে সবাই মিলে নেচে নেন।

বিজিবি’র আখাউড়া কোম্পানি কমান্ডার সুবেদার মুসারফ জানান বিএসএফ বাহিনীর সঙ্গে হোলির আনন্দে সামিল হতে পেরে সবাই খুশি। উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী সব সময়ই বন্ধুত্বপূর্ণভাবে কাজ করছে।

আগামী দিনেও দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী আন্তরিকতা বজায় রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

বছরের বিভিন্ন সময় বিএসএফ এবং বিজিবি বাহিনী এক সঙ্গে নানা সামাজিক অনুষ্ঠানে নিজেদের মধ্যে মিষ্টিও বিতরণ করে থাকেন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।