ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার (৮ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সী, মন্ত্রী ফিরাদ হাকিমসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

এদিন মনোনয়নপত্র দাখিল করেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্র কুমার বসু। এছাড়া বাম ও কংগ্রেস সমর্থিতদের সঙ্গে নিয়ে মিছিল সহযোগে মনোনয়নপত্র জমা দেন ভবানীপুর কেন্দ্রের বামফ্রন্ট-কংগ্রেস জোটপ্রার্থী দীপা দাস মুন্সি।

ভাবানীপুর কেন্দ্রে এই তিন হেভিওয়েট প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন লোক জনশক্তি পার্টির নেতা ববি হালদিরা। এছাড়া এই কেন্দ্র থেকেই প্রার্থী হচ্ছেন তৃতীয় লিঙ্গের দুই ব্যক্তি।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
ভিএস/এএটি/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।