ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় দেখা মিললো ১০ ইঞ্চি পাখার প্রজাপতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
ত্রিপুরায় দেখা মিললো ১০ ইঞ্চি পাখার প্রজাপতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার গোমতী জেলার খেদারনাল এডিসি ভিলেজের জমাতিয়া পাড়ায় দেখা মিলেছে অদ্ভুত আকারের এক প্রজাপতির।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে ওই পাড়ার বিক্রম কিশোর জমাতিয়ার বাড়িতে এ অদ্ভুত আকারের প্রজাপতির দেখা মেলে।

বিক্রম কিশোর জানান, অদ্ভুত আকারের এ প্রজাপতিটি দুপুরে পার্শ্ববর্তী রাবার বাগান থেকে উড়ে এসে বাড়ির উঠানে কাপড় শুকানোর বাঁশে বসে। এর পাখা দু’টি চওড়ায় প্রায় ১০ইঞ্চি, দু’টি পাখার শেষ প্রান্ত দেখতে সাপের মুখের মতো। পাখা দুটি সাদা, খয়েরি ও ধূসর রঙের।

অদ্ভুত এ প্রজাপতির খবর পেয়ে দলে দলে মানুষ এসে বিক্রম কিশোরের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন। লোকজনের হৈ চৈয়ের কারণে প্রজাপতিটি উড়ে আবার জঙ্গলে চলে যায়।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এতো বড় ও এমন অদ্ভুত প্রজাপতি তারা আগে কখনও দেখেননি।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসএনএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।