ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
কলকাতায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়

কলকাতা: সর্বশেষ রাডার পর্যবেক্ষণে দেখা গেছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণাসহ পাশের কয়েকটি জেলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড়।

 

সোমবার (৩০ মে ) ঘূর্ণিঝড়ের খবরটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে কলকাতার আলিপুর আবহাওয়া অফিস। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে থাকবে প্রবল বজ্রপাতের সম্ভাবনা। কলকাতায় বেশি প্রভাব পড়লেও এই ঝড়কে ‘সাইক্লোন’ বলতে নারাজ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।

সেই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়িসহ পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তারা।
 
অন্যদিকে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মেদিনীপুর এবং হাওড়া জেলায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে। মেদিনীপুর জেলায় ঝড়ের সম্ভাবনা থাকায় পশ্চিমবঙ্গের দীঘার সমুদ্রতটে কড়া নজরদারি ব্যবস্থা করেছে প্রশাসন।
 
আন্দামান নিকবর অঞ্চলে মাছ ধরতে যাওয়া সব নৌকাকে সতর্ক করা হয়েছে। যদিও কলকাতা বন্দর এবং পোর্ট ব্লেয়ার বন্দরে এখন পর্যন্ত কোনো সতর্কতা জারির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ৩০, ২০১৬
ভিএস/আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।