ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার ৩২ হাজার রুপির অ্যাপার্টমেন্ট নিয়ে আসছে টাটা!

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১

কলকাতা: ভারতীয় বাণিজ্য প্রতিষ্ঠান টাটা এক লাখের ন্যানো গাড়ির পর এবার মাত্র ৩২ হাজার রুপিতে অ্যাপার্টমেন্ট দেবে বলে ঘোষণা করেছে।

টাটা স্টিলের গ্লোবাল রিসার্চ প্রোগ্রামের প্রধান সুমিতেশ দাস জানিয়েছেন, ‘ভারতের ৩০টি স্থানে এই আবাসন প্রকল্পের কাজ চলছে।

একাধিক রাজ্য সরকারের সঙ্গে কথা বলা হচ্ছে আরও আবাসন নির্মাণের জন্য। ’

তিনি জানিয়েছেন, ‘২০ বর্গমিটারের বেসিক মডেলের অ্যাপার্টমেন্টগুলির জন্য ব্যয় করতে হবে ৫০০ ইউরো বা ৩২ হাজার রুপি। এই প্রকল্পে গ্রামাঞ্চলের মানুষজন বেশি আগ্রহ দেখাচ্ছেন। ’

উল্লেখ্য, ভারতের বর্তমান জনগণনা অনুযায়ী এক হাজার ৪৮ কোটি মানুষের জন্য বাসস্থান প্রয়োজন।

ভারতীয় সময়: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।