ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২৯ জুলাই আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জুলাই ২২, ২০১১
২৯ জুলাই আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতা: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম দুইদিনের সফরে আগামী ২৯ জুলাই বাংলাদেশে আসছেন।

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

তাই  পি চিদাম্বরমের সফর যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

নয়াদিল্লি সূত্রে জানা যায়, দু’দেশের সীমানার বিন্যাস ও ছিটমহল চুক্তিকে চূড়ান্ত করতেই তিনি ঢাকা আসছেন। সফরকালে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠক করবেন।

সূত্রটি আরও জানায়, সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।