ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নানা ইস্যুতে বিধানসভা অভিযানের ডাক বামফ্রন্টের

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ২২, ২০১১

কলকাতা: একাধিক বিষয় নিয়ে এবার রাজ্যে বিরোধী জোট বামফ্রন্ট বিধানসভা ও লোকসভা অভিযানের ডাক দিল। রাজ্যে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার একমাত্র উপায় বিরোধিতা এবং লাগাতার আন্দোলন বলেই এখন মনে করছেন বাম নেতারা।



রাজ্য বামফ্রন্টের সভাপতি ও সিপিএম নেতা বিমান বসু শুক্রবার কলকাতায় বাংলানিউজকে বলেন, ‘আগামী ১০ আগস্ট রাজ্য বামফ্রন্টের নেতৃত্ব রাজ্য সরকারের বিরোধিতা করে বিধানসভা অভিযানের কর্মসূচি নিয়েছে। গোর্খাল্যান্ড টেরিটেরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনসহ (জিটিএ) বেশ কিছু ইস্যুতে রাজ্য সরকারের বিরোধিতা করতেই এই সিদ্ধান্ত। ’

এদিন তিনি আরও বলেছেন, ‘এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অত্যাধিক মূল্য বৃদ্ধিসহ, কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি ইস্যুতে ইউপিএ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বামফ্রন্ট আগামী ২৫ আগস্ট লোকসভা অভিযানের ডাক দিয়েছে দিল্লিতে। ’

এদিকে, জলপাইগুড়ি জেলার ডুয়ার্স ও তরাইয়ের কোনো জমি জিটিএ কাছে হস্তান্তরের বিরুদ্ধে আন্দোলনের নামার সিদ্ধান্ত নিয়েছে জেলা বামফ্রন্ট। সেই সঙ্গে দার্জিলিং জেলা বামফ্রন্ট কমিটি এই চুক্তি বিরোধিতা করে শনিবার শিলিগুড়ি শহরে নাগরিক কনভেনশনের ডাক দিয়েছে।

বাম নেতাদের অভিযোগ, এই চুক্তিতে উত্তরবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়ার আবহাওয়া তৈরি করা হয়েছে। এই অঞ্চলে বহু জনজাতি ও ভাষাভাষি বসবাস করেন, তাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই চুক্তি তার ওপর আঘাত আনবে।

ভারতীয় সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।