কলকাতা: এরই মধ্যে চারিদিকে দুর্গাপূজার ঘণ্টা বাজতে শুরু হয়ে গেছে। উৎসবে মাততে প্রস্তুত বাঙালি।
কলকাতায় উন্নয়নী সংঘ মণ্ডপ নির্মাণ করেছে বিশ্ব উষ্ণায়ণকে কেন্দ্র করে। এই মণ্ডপে প্রতিমা রয়েছে নিরস্ত্র।
বেহালা মিত্র সংঘের মণ্ডপের মূল ভাবনায় কেন্দ্রীভূত হয়েছে সম্রাট অশোককে কেন্দ্র করে। এখানে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিবর্তনের সময়টিকে তুলে ধরা হয়েছে। প্রতিমাটি নির্মিত হয়েছে বৌদ্ধ ধর্মের শিল্পকলার আদলে।
বেহালা ফ্রেন্ডস ক্লাবের প্রতিমার হাতেও কোনো অস্ত্র নেই। এ মণ্ডপটির মূল ভাবনা মা। মণ্ডপটি তৈরি করা হয়েছে কাঠ খোদাই করে।
এখানে দেবী দুর্গার এক হাজার নাম চিত্রিত করা হয়েছে। বেহালা নতুন দল মণ্ডপে টিন ব্যবহার করে নির্মাণ করা হয়েছে প্রতিমা।
কলেজ স্কয়ার প্রতিমা। কলকাতার বই পাড়ার পূজা। প্রতিমার রূপ সাবেকি।
ভবানীপুর বলরামবসু ঘাট রোড , কলকাতার আদি সনাতনী প্রথায় দুর্গাপূজা করা হয়। এখানে দেবী দুর্গার মূর্তি হয় শাস্ত্র মতে।
ভবানীপুর ২৩ পল্লী, কলকাতার একমাত্র দুর্গা মন্দির। প্রতিমাটি অষ্ট ধাতু দিয়ে তৈরি।
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পূজা। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার আদলে নির্মাণ করা হয়েছে।
নিউ আলিপুর বুড়ো শিবতলা প্রতিমার সঙ্গে পাওলি দাম।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
ভিএস/এসএস/এমএ/