ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় সিপিআই (এম) দলের বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
ত্রিপুরায় সিপিআই (এম) দলের বিক্ষোভ-মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) ত্রিপুরা প্রদেশ সভাপতির ওপর হামলার প্রতিবাদে নেতা-কর্মীদের করা বিক্ষোভ-মিছিলের পাল্টা প্রতিবাদ জানিয়ে রোববার (১৬ অক্টোবর) বিক্ষোভ-মিছিল করেছে সিপিআই (এম) দলের নেতা-কর্মীরা।

বিজেপি’র ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি বিপ্লব কুমার দেব’র ওপর হামলা করেছে শাসকদলের দুর্বৃত্তরা এ অভিযোগে শনিবার (১৫ অক্টোবর) ত্রিপুরা রাজ্যজুড়ে বিক্ষোভ-মিছিল করে বিজেপির নেতা-কর্মীরা।

এছাড়া বিকেলে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনের সামনেও বিক্ষোভ-মিছিল করে বিজেপির একাংশের নেতা-কর্মীরা।

এ ঘটনার ২৪ঘণ্টা হতে না হতেই রোববার এ প্রতিবাদে রাজ্যজুড়ে পাল্টা বিক্ষোভ-মিছিল করেছে শাসকদল সিপিআই’র (এম) নেতা-কর্মীরা।

সিপিআই (এম) দলের নেতা-কর্মীরা জানান, বিরোধী বিজেপি রাজ্যের শান্তিশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে রাজ্যের সব মানুষকে প্রতিবাদ জানানোর আহ্বানও জানান তারা।

বিভিন্ন এলাকার মিছিলের পাশাপাশি রোববার সন্ধ্যায় রাজ্যের তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কল্যাণপুরে বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়। এ মিছিলে উপস্থিত ছিলেন-দলের মহকুমা সম্পাদক মণ্ডলির সদস্য শঙ্কর দাস ও অরুণ দেব্বর্মা প্রমুখ।

এছাড়া রাজ্যের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ-মিছিল করে সিপিআই’র (এম) নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।