ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিওয়ালি মেলার প্রস্তুতি চলছে ত্রিপুরা সুন্দরী মন্দিরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
দিওয়ালি মেলার প্রস্তুতি চলছে ত্রিপুরা সুন্দরী মন্দিরে

আগরতলা: আলোর উৎসব দীপাবলি। এই উৎসবকে সামনে রেখে প্রতিবছর ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরে ঐতিহ্যবাহী ত্রিপুরা সুন্দরী মন্দিরে অনুষ্ঠিত হয় উৎসব ও মেলা।

প্রথা মেনে এ বছরও অনুষ্ঠিত হবে এ উৎসব। আগামী ২৬ অক্টোবর শুরু হতে চলেছে উৎসব এবং তা চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।  

প্রথম দু’দিন সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রাজ্যের পাশাপাশি  অন্য রাজ্যের
খ্যাতনামা শিল্পীরাও অংশ নেবেন।

এ উৎসব ও মেলাকে কেন্দ্র করে এখন চরম ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে
ত্রিপুরা সুন্দরী মন্দিরে। নতুন করে রাঙিয়ে তোলা হচ্ছে গোটা মন্দির
চত্বর। সংস্কার করা হচ্ছে আশেপাশের এলাকার রাস্তাসহ মন্দিরসংলগ্ন কল্যাণসাগর দীঘির চার দিক। এই মেলায় প্রতিবছর প্রচুর সংখ্যক মানুষ
ভিড় জমায়। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি আসাম, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে।

ভারত, বাংলদেশ ও পকিস্তান মিলিয়ে হিন্দুদের যে ৫১টি পীঠ (ধর্মীয় স্থান) রয়েছে, এর মধ্যে একটি পীঠ হলো উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির। শাস্ত্র মতে, এখানে দেবীর দক্ষিণ পদ পড়েছিল। তাই পুণ্যার্থীদের কাছে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম।

এই মন্দিরটি পরিচালিত হচ্ছে ত্রিপুরা সরকারের কোষাগারের অর্থে। সেই সঙ্গে মেলা ও উৎসবের খরচও বহন করে রাজ্য সরকার।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
এসসিএন/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।