ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

১ কোটি রুপির গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে ত্রিপুরায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
১ কোটি রুপির গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে ত্রিপুরায় ...

আগরতলা (ত্রিপুরা): ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ৭৪ নম্বর ব্যাটেলিয়ান, আবগারি দপ্তর এবং ত্রিপুরা পুলিশের যৌথ উদ্যোগে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা হয়।  

শুক্রবার (১৮ ডিসেম্বর) যৌথ উদ্যোগে ত্রিপুরার সিপাহীজলা জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কমলনগর এলাকায় অভিযান চালানো হয় এবং প্রায় ২ লাখের বেশি গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

এই গাছগুলো প্রায় ২০ হেক্টর জায়গা জুড়ে লাগানো হয়েছিল।  

এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন বিএসএফের ৭৪ নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অশোক কুমার সিং, আবগারি দপ্তরের সুপারেন্টেন্ড সরস্বতী আর, সোনামুড়া মহাকুমার পুলিশ আধিকারিক বনজ বিপ্লব দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।