আগরতলা (ত্রিপুরা): কম জমিতে অধিক পরিমাণ আখ উৎপাদন করার জন্য ত্রিপুরার ধলাই জেলার কৃষিবিজ্ঞান কেন্দ্র রিং পিট নামে বিশেষ একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে আখ চাষ করছে।
ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর অন্যান্য ফসলের পাশাপাশি রাজ্যে আখ চাষে বিশেষ গুরুত্ব দিয়েছে।
এ পদ্ধতি ব্যবহার করলে সমপরিমাণ জমিতে সাধারণ আখ চাষের তুলনায় ৩০ থেকে ৩৫ শতাংশ বেশি পরিমাণ উৎপাদিত হয় বলে জানিয়েছেন কৃষিবিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট প্রদীপ দাস।
তিনি আরও জানান, ধলাই জেলার বামণছড়া এলাকার আখ চাষিদের মধ্যে এ পদ্ধতিতে আখ চাষের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কারণ ওই এলাকাগুলোতে এক সময় প্রচুর পরিমাণ আখ চাষ করা হত। এখন ততটা লাভ না হওয়ায় তারা আখ চাষ কমিয়ে আনছে। আবার আখ চাষের প্রতি চাষিদের আগ্রহ বাড়াতে মূলত তিনি এ উদ্যোগ নিয়েছেন।
ত্রিপুরা রাজ্যে এ পদ্ধতিতে আখ চাষ না করা হলেও হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশসহ ভারতের যেসব রাজ্যে প্রচুর পরিমাণে আখ চাষ হয় এসব রাজ্যগুলোতে এ পদ্ধতি ব্যবহার করা হয়। তবে আগামী দিনে রাজ্যের আখ চাষিরাও এ পদ্ধতিতে আখ চাষ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, মে ২৭, ২০২১
এসসিএন/আরবি