ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে পুলিশ স্মরণ দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
ভারতে পুলিশ স্মরণ দিবস পালন

আগরতলা, (ত্রিপুরা): প্রতি বছরের ন্যায় এবারও ভারতে উদযাপিত হলো পুলিশ স্মরণ দিবস। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরাতে এই কর্মসূচি পালন করা হয়।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন আগরতলার এডি নগর পুলিশ লাইনের মাঠে শহিদ বেদিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ত্রিপুরা পুলিশ তাকে গার্ড অব অনার জানায়।

মুখ্যমন্ত্রী বলেন, ১৯৫৯ সালের এই দিনে, চলমান চীন-ভারত সীমান্ত বিবাদের অংশ হিসাবে লাদাখের ইন্দো-তিব্বত সীমান্তে একটি টহলরত কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীকে চীনা সৈন্যরা আক্রমণ করেছিল। ওইদিন চীনা সৈন্যদের আক্রমণে শহিদ হয়েছিলেন ১০ জন ভারতীয় পুলিশ। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৬০ সাল থেকে সরকারিভাবে এই স্মরণ দিবস পালিত হয়। ২০১২ সাল থেকে দেশব্যাপী এই দিনটি পালন করা হচ্ছে। ২০২০-২১ বছরে ৩৭৭ জন ভারতীয় সৈন্য শহিদ হয়েছে বলে জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুখ্যসচিব কুমার অলক, পুলিশের মহানির্দেশক বিএস যাদবসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এসসিএন/এসএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।