ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় উদযাপন করা হল নজরুল জন্মজয়ন্তী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মে ২৬, ২০২২
ত্রিপুরায় উদযাপন করা হল নজরুল জন্মজয়ন্তী 

আগরতলা (ত্রিপুরা): বৃহস্পতিবার (২৬ মে) ভারতীয় ক্যালেন্ডার অনুসারে ১১ জ্যৈষ্ঠ ১৪২৯ বাংলা, এই দিনে উদযাপিত হচ্ছে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মতিথি। এই উপলক্ষে সরকারি এবং বেসরকারি উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন রাজধানী আগরতলা নজরুল কলাক্ষেত্রে বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. অরুণোদয় সাহা, তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব ড. পিকে গোয়েল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিরা বিদ্রোহী কবি নজরুল ইসলামের আবক্ষ মূর্তি মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিদ্রোহী কবি নজরুল ইসলাম ভারত এবং বাংলাদেশের সমানভাবে জনপ্রিয়। ভারতের অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও গভীর শ্রদ্ধার সঙ্গে বিদ্রোহী কবির ১২৩ তম জন্মদিন উদযাপন করা হচ্ছে। ভারত ও বাংলাদেশকে সাহিত্যের এবং সংস্কৃতির দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

কদিন আগে রাজ্যজুড়ে ঘটা করে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উদযাপন করা হয়েছে, ঠিক একইভাবে এদিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নজরুল জয়ন্তী উদযাপন করা হচ্ছে। সাহিত্য না থাকলে মানুষের মনের ভাব প্রকাশ করা সম্ভব হয় না। মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য রবীন্দ্র এবং নজরুল যে দিশা দেখিয়েছিলেন তা ভারত এবং বাংলাদেশের মানুষ মাথা পেতে গ্রহণ করে এগিয়ে চলছেন।
 
রাজ্য সরকারের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংস্থা অগ্নিবীণা, নজরুল স্মৃতি মঞ্চসহ অন্যান্য সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সারা রাজ্যব্যাপী নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মে ২৬, ২০২২
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।