ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুই মাস পর কর্ণফুলী পেপার মিল চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
দুই মাস পর কর্ণফুলী পেপার মিল চালু

রাঙামাটি: দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আবার চালু হয়েছে কর্ণফুলী পেপার মিল (কেপিএম)।  

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় পুনরায় কাগজ উৎপাদনে ফিরেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল হাকিম।

তিনি জানান, কাঁচামাল সংকটে গত ২০ জুলাই থেকে প্রায় দুই মাস কর্ণফুলী পেপার মিলে কাগজ উৎপাদন করা সম্ভব হয়নি। বুধবার রাতে সব সংকট কাটিয়ে ফের মিলটি উৎপাদনে ফিরেছে।

কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক জানান, বুধবার রাতে কেপিএম আবার কাগজ উৎপাদনে ফিরেছে। আমরা শ্রমিক ও কর্মচারীদের পক্ষ থেকে শিল্প উপদেষ্টা, বিসিআইসি কর্তৃপক্ষ এবং কেপিএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করছি, মিলটি আবার পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

আশানুরূপ উৎপাদন না থাকায় ১৯৫৩ সালে ৪০০ একর জমিতে গড়ে ওঠা এ মিল দীর্ঘদিন ধরে লোকসান গুনে যাচ্ছে। ১০০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করা কেপিএমে অর্ধ শতাব্দী পর উৎপাদন নেমে এসেছে পাঁচ-১০ মেট্রিক টনে। বাঁশ ও গাছের সহজলভ্যতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি আমদানি করা পাল্পের ওপর নির্ভর করায় প্রায়ই বন্ধ থাকে মেশিনগুলো।

গত ১২ সেপ্টেম্বর কেপিএম সিবিএর উদ্যোগে মিল চালু রাখার দাবিতে মিলের ১ নম্বর গেটে মানববন্ধন করা হয়। এতে কেপিএমের স্থায়ী ও অস্থায়ী শ্রমিক-কর্মচারী এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।