ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউপি নির্বাচন

শনিবার ৩৬ জেলায় ব্যাংক খোলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
শনিবার ৩৬ জেলায় ব্যাংক খোলা

ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ৩৬টি জেলায় শনিবার (২০ ফেব্রুয়ারি) সকল ব্যাংক খোলা থাকবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সকল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।



বন্ধের দিন হওয়ায় ওই দিন ব্যাংকে যে কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন, তাদের উপযুক্ত সম্মানী দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে সার্কুলারে।

আগামী ২২ মার্চ ওই ৩৬ জেলার ৭৩৯টি ইউপিতে নির্বাচন হবে। প্রথমে ৭৫২টি ইউপিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৩টি পরিষদে নির্বাচন বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসই/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।