ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাজীপুরে আরএফএলের পরিবেশক সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
গাজীপুরে আরএফএলের পরিবেশক সম্মেলন পরিবেশক সম্মেলনে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি- সংগৃহীত

ঢাকা: গাজীপুরে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানটির ট্যাংক ও পেইন্টস গ্রুপের পরিবেশক সম্মেলন।

রোববার (১৪ জানুয়ারি) গাজীপুরের কালিগঞ্জে অনুষ্ঠিত এ সম্মেলনে সারাদেশ থেকে প্রতিষ্ঠানটির প্রায় আড়াই হাজার পরিবেশক অংশ নেয়।

অনুষ্ঠানে আরএফএলের ট্যাংক গ্রুপের ব্র্যান্ড সেরা, স্টিকি, সাউদি, কমফি, প্লেটাইম, ইটালটেক, সার্পোট এবং পেইন্টস গ্রুপের ব্র্যান্ড রেইনবো’র বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।

 

এসময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, রেইনবো পেইন্টসের চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান, ট্যাংক গ্রুপের চিফ অপারেটিং অফিসার কাজী রাশেদুল ইসলাম এবং ট্যাংক ও পেইন্টস  গ্রুপের হেড অব মার্কেটিং ফাহিম হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এমএসএ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।