ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০২, এপ্রিল ২৩, ২০১৯
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হিলি স্থলবন্দর (ফাইল ফটো)

দিনাজপুর: ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটে ১৭তম কেন্দ্রীয় লোকসভার নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলিস্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। 

নির্বাচনের ফলে বিজিবি-বিএসএফসহ অন্যান্য বাহিনীর সদস্য সীমান্ত এলাকার নজরদারী বৃদ্ধি করেছে।  

বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৩ এপ্রিল) ভারতের লোকসভার নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ করা হবে।

ভারতের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে আমাদের লিখিত পত্র দিয়েছে। অপরদিকে বিজিবির পক্ষ থেকে সীমান্তে নজরদারী বৃদ্ধি করা হয়েছে।  
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বাংলানিউজকে জানান, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।  

এদিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ভারতের কেন্দ্রীয় লোকসভার নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সীমান্তরক্ষী বিজিবি-বিএসএফ বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়াও পুলিশের পক্ষ থেকে সজাগ থাকা হবে।  

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।