সোমবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের রাজেন্দ্রপুরের ব্র্যাক সিডিএম মিলনায়তনে দুইদিনের (২৬ ও ২৭ এপ্রিল) এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান আর্থিক প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ জালিয়াতিসহ অন্যান্য উপায়ে যেন মানিলন্ডারিং অপরাধ সংঘটিত হতে না পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট হিসাবগুলোর প্রকৃত সুবিধাভোগী চিহ্নিত করে গ্রাহক সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেন।
রাজী হাসান এশিয়া প্যাসিফিক গ্রুপ অব মানিলন্ডারিং পরিচালিত মিউচ্যুয়াল ইভ্যালুয়েশনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থানের বিষয়ে আলোকপাত করে এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকরী ও সুসংহত ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন।
সেই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন ঝুঁকির সঙ্গে সামঞ্জ্যসপূর্ণ প্রাতিষ্ঠানিক পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সুশাসন অনুশীলন এবং আমানত ও ঋণের তদারকি করার উপর আরও বেশি নজর দেওয়ার তাগিদ দেন।
বিএফআইইউ এর অপারেশনাল হেড ও মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএফআইইউ উপপ্রধান ও নির্বাহী পরিচালক ইস্কান্দার মিয়া, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শাহ আলম।
এবারের সম্মেলনে ৩৪টি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান ও উপ-প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকতাসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাও অংশ নেন।
এদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিলএফসিএ) চেয়ারম্যান মো. খলিলুর রহমান।
সম্মেলনে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য করণীয় নির্দেশনাসহ একবছরের কর্মপরিকল্পনা ঘোষণা দিয়ে সমাপ্ত করা হয়।
বাংলঅদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এসই/জেডএস