ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঝালকাঠিতে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
ঝালকাঠিতে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা রাজসভা, ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠিতে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শহরের একটি কমিউিনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি এলজিইউডির নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, উপ-সহকারী প্র‌কৌশলী মোফা‌জ্জেল হো‌সেন, এলজিইডির ল্যাব টেকনিশিয়ান মো. হাফিজ আহম্মেদ।

কিং ব্র্যান্ড সিমেন্টের বরিশাল বিভাগীয় জ্যেষ্ঠ ব্যবস্থাপক (সেলস) কবির আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- কিং ব্র্যান্ড সিমেন্টের স্থানীয় ডিলার নুরে আলম হাওলাদার, ঝালকা‌ঠির সেলস ম্যা‌নেজার রিয়াজুল ইসলাম রিয়াজ ও পি‌রোজপু‌রের সেলস ম্যানেজার শফিকুল ইসলাম।

সভায় কিং ব্র্যান্ড সিমেন্টের ডিলার, ঠিকাদার, রাজমিস্ত্রি ও তাদের সহকারীরা অংশ নেন।

স্থানীয় রাজমিস্ত্রিদের উপস্থিতিতে রাজসভার শুরুতে কিং ব্র্যান্ড সিমেন্টর গুণগত মান, ‍উৎপাদন প্রক্রিয়া ও ব্যবহার বিধি নিয়ে আলোচনা করা হয়। কিং ব্রান্ড সিমেন্ট আধুনিক প্রযুক্তিতে তৈরি বিধায় এর স্থায়িত্ব অন্য যেকোনো সিমেন্টের চেয়ে বেশি বলে সভায় জানানো হয়।

পরে অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে র‌্যাফেল ড্র’র মাধ্যমে পাঁচজন বিজয়ী এবং কুইজ প্র‌তি‌যোগিতায় বিজয়ী ৫ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এছাড়া রাজসভা শেষে উপস্থিত সব রাজমিস্ত্রিদের বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয় এবং অনুষ্ঠানে আগত নির্মাণশ্রমিক, ব্যবসায়ী ও সুধীজনদের সম্মানে ভো‌জের আয়োজন করা হয়।

এর আগে রাজসভায় আসা রাজমিস্ত্রিদের সুস্বাস্থ্যের জন্য ফ্রি স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হয়।

বাংলা‌দেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।