রোববার (০৮ ডিসেম্বর) ডিএসইর ডিজিএম মো. শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দুই শেয়ারহোল্ডার পরিচালক পদে ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মো. হানিফ ভূইয়া ও শরীফ আতাউর রহমান অবসরে যাওয়ায় এ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর দিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মতিঝিলে স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, নির্বাচনে ২৫ হাজার টাকা ফি’র বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
২৯ ডিসেম্বর নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হবে। তবে ডিএসইর ৫৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
নির্বাচনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মো. আব্দুস সামাদ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এসএমএকে/এবি