ফেনী: ফেনীতে মাঝারি সাইজের একজোড়া কাঁঠালের দাম হাঁকানো হয়েছে দুই হাজার চারশ টাকা। অসময়ে হওয়ায় এরমধ্যে এক ক্রেতা সুস্বাদু রসালো ফলের একটি দাম ৮০০ টাকা বলেছেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ফেনী শহরের ট্রাংক রোডের রাজ্জাক ট্রেডার্স নামের একটি ফলের দোকানে দেখা মেলে একজোড়া কাঁঠালের, যার প্রতিটির দাম ১২০০ টাকা বলে হেঁকেছেন ফল দোকানি রুবেল।
তিনি জানান, খাগড়াছড়ির এক আদিবাসি পরিবারের বাগান থেকে কাঁঠালগুলো ফেনীতে আনা হয়েছে। এখন শীত মৌসুম, আর গ্রীষ্মের ফল কাঁঠাল। মৌসুমি ফল হওয়ায় সাধারণত বছরে তিন মাসের বেশি কাঁঠাল পাওয়া যায় না। তাই অসময়ে দাম চড়া। এরই মধ্যে কয়েকজন ক্রেতা একটি ৮০০ টাকা দরদাম করলেও বিক্রি করেননি তিনি। অসময়ের কাঁঠালের স্বাদ নিতে বেশি দাম হলেও এগুলো বিক্রি হবে আশা রুবেলের।
বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এসএইচডি/ওএইচ/