ঢাকা: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ব্যক্তি হতে ব্যক্তি (পিটুপি) পদ্ধতিতে মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত চার্জ ছাড়াই লেনদেন করা যাবে। প্রতিবার চার্জ ছাড়া লেনদেন করা যাবে ১০ হাজার টাকা।
রোববার (৪ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারী করে সকল মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলার বলা হয়েছে, কোভিড-১৯ উদ্ভুত পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে ব্যক্তি হতে ব্যক্তি (পি-টু-পি) লেনদেনের সর্বোচ্চ মাসিক সীমা ৭৫ হাজার টাকা হতে ২ লাখ টাকায় উন্নীত করা হলো। অন্যান্য সকল লেনদেন সীমা পেমেন্ট সিস্টেমস বিভাগের ২০১৯ সালের ১৯ মে জারীকৃত সার্কুলারের নির্দেশনা বহাল থাকবে। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ০৫০৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
এসই/এমইউএম/এমএইচএম