ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, এপ্রিল ১১, ২০২১
ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ...

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সেন্ট্রাল জোন ও করপোরেট শাখাসমূহের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ এপ্রিল অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এতে আরও বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, মো. আলতাফ হোসাইন, আবুল ফয়েজ মুহাম্মদ কামালুদ্দীন, মাহমুদুর রহমান ও মো. সাঈদ উল্লাহ।  

সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, করপোরেট ও সংশ্লিষ্ট জোনের শাখাপ্রধান, ম্যানেজার অপারেশনস ও ডিপার্টমেন্টের ইনচার্জরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এসই/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।