ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবির প্রভোস্ট কমিটির নতুন সভাপতি অধ্যাপক নাজমুল 

জাবি করেসপডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
জাবির প্রভোস্ট কমিটির নতুন সভাপতি অধ্যাপক নাজমুল  নাজমুল হাসান তালুকদার

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রভোস্ট কমিটির নতুন সভাপতি হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদারকে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক নাজমুল হাসান।

নতুন দায়িত্বপ্রাপ্তির কথা জানিয়ে অধ্যাপক নাজমুল হাসান বলেন, আমি যদিও এটার জন্য প্রস্তুত ছিলাম না, তবে উপাচার্য স্যার যেহেতু আমার ওপর আস্থা রেখেছেন আমি তা সর্বোচ্চ রক্ষার চেষ্টা করব। আমার যে মেধা, অভিজ্ঞতা আছে- সেটা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যাগুলো সবাইকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করব। এজন্য সবার সহযোগিতাও চাই।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর বর্তমান আলোচিত সমস্যাগুলো সমাধান করে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করব। পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবারের মান, হলের সার্বিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের বৈধ আবাসিক সিট নিশ্চিতকরণে গুরুত্ব দেব।

এর আগে গত ০৭ ফেব্রুয়ারি এক বিশেষ সিন্ডিকেট সভায় অধ্যাপক নাজমুল হাসানকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।