ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

পূজার ছুটি শেষে খুলেছে মাধ্যমিক বিদ্যালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৭, অক্টোবর ৮, ২০২৫
পূজার ছুটি শেষে খুলেছে মাধ্যমিক বিদ্যালয় ছবি: সংগৃহীত

দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার ছুটি শেষে মাধ্যমিক বিদ্যালয় খুলেছে আজ বুধবার (৮ অক্টোবর)।

গত ২৮ সেপ্টেম্বর থেকে এই ছুটি শুরু হয়েছিল।

বুধবার মাধ্যমিক বিদ্যালয়গুলো খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম।

বিভিন্ন ধর্মীয় উৎসবের কারণে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন সব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার দিন ধার্য্য না করার জন্য নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
 
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে যায়। আর কলেজগুলো খুলবে আগামী রোববার।
 
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ