জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘আঁধার হোক চূর্ণ, নিত্য নব সত্য সুরে’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’ আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী ‘সাংস্কৃতিক মেলা ২০২৩’।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে 'সাংস্কৃতিক মেলা ২০২৩' এর আহ্বায়ক ফাইরুজ সাজিদা তাজরীন বাংলানিউজকে এসব তথ্য জানান।
জলসিঁড়ির কর্মসূচির মধ্যে রোববার সন্ধ্যা ৭টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে মঞ্চস্থ হয় বটতলা নাট্যদলের নাটক ‘রাইজ এন্ড শাইন’। এদিন 'রাইজ এন্ড শাইন' নাটকের নির্দেশক মো. সাঈদকে জলসিঁড়ির শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
পাঁচ দিনব্যাপী এ মেলার ২য় দিন সোমবার (২৭ ফেব্রুয়ারি) থাকছে জলসিঁড়ির প্রযোজনায় 'কাওয়ালি সন্ধ্যা'। ৩য় দিন মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মঞ্চস্থ হবে নাট্যকেন্দ্রের নাটক 'পূণ্যাহ'। ৪র্থ দিন বুধবার (১ মার্চ) মঞ্চস্থ হবে জলসিঁড়ির প্রযোজনায় নাটক 'মহাবিদ্যা'। ৩ দিনের এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্ত মঞ্চে প্রতিদিন সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে।
এছাড়াও মেলার ৫ম দিন বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হবে জলসিঁড়ির ফানুস উৎসব।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
আরআইএস