ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

৫৬ বছর বয়সে এসএসসি পাস করলেন ইউপি সদস্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
৫৬ বছর বয়সে এসএসসি পাস করলেন ইউপি সদস্য শফিকুল ইসলাম

রাজশাহী: ৫৬  বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন শফিকুল ইসলাম নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। তিনি রাজশাহী মোহনপুর উপজেলার এক নম্বর ধুরইল ইউনিয়ন পরিষদের সাত নম্বর ইউনিয়ন পরিষদ সদস্য।



৫৬ বছর বয়সে ইউপি সদস্য শফিকুল ইসলাম ২০২৩ সালে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) সমমান পরীক্ষায় বসেন।
 
মোহনপুর উপজেলার কেশরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট থেকে পরীক্ষা দিয়ে এবার জিপিএ-৪ দশমিক ৯৩ পেয়ে এসএসসি সমমান পরীক্ষায় পাস করেন। তার এসএসসি পাসের এ খবর এখন উপজেলার আলোচিত ঘটনা। এ বয়সেও কেবল নিজের অদম্য ইচ্ছে শক্তির জোড়ে পেয়েছেন সাফল্য।

খবরটি ছড়িয়ে পড়লে ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, তিনি পর পর দুই বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

গ্রামের মানুষ তাকে ভীষণ ভালোবাসেন। তাই তিনি সমাজে একটু মাথা উঁচু করে বেঁচে থাকার প্রয়োজন অনুভব করেন। এরপর ভাবেন দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই। তাই বয়সের কথা না ভেবে এসএসসি সমমান পরীক্ষায় অংশ নেন এবং শেষ পর্যন্ত ৪ দশমকি ৯৩ পেয়ে পাস করেন। তার মতে শিক্ষার কোনো শেষ নেই এবং বিকল্পও নেই।

তার ইচ্ছে ও সাধনা ছিল এসএসসি পাস করবেন; অবশেষে তা করেছেন। এত দেরিতে হলেও এই ফলাফলে তিনি আনন্দিত বলে জানান।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।