ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

শিক্ষা

দেশের শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেলেন অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
দেশের শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেলেন অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা

ফরিদপুর: দেশের শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেলেন দক্ষিণ বঙ্গের অন্যতম নারী শিক্ষাপ্রতিষ্ঠান ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন তাঁকে ২০২৩ সালে দেশের শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা সার্টিফিকেট দেয়।

 

একইদিন এ উপলক্ষে দুপুর ১২টার দিকে কলেজটির কনফারেন্স কক্ষে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এ সময় বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুবউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ সংবর্ধনা দেওয়া হয়।  

কলেজের সহযোগী অধ্যাপক জীবিতেষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টাইমস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. এ কে এম সালাউদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন কলেজটির সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হীরক, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক রুমিয়া আক্তার, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম, ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল, প্রবীণ সাংবাদিক মফিজ ইমাম মিলন ও কলেজটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকরা।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।