ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ কুবি শিক্ষার্থীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা: নির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

 

বুধবার (১৭ জুলাই) কুবির এক জরুরি সভায় এ নির্দেশনা দেওয়া হয়।  

কুবির রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।  

তিনি জানান, ইউজিসির নির্দেশনা অনুযায়ী বুধবার বিশ্ববিদ্যালয়ের ৯৮তম জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ নির্দেশনা আসে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের বিরোধিতা করে শিক্ষার্থীরা হলে থেকে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।