ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধু হলের যাত্রা শুরু

মাভাবিপ্রবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধু হলের যাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি (মাভাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ে চারশো আসনের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নামে আবাসিক হলের যাত্রা শুরু হয়েছে।

এ উপলক্ষে রোববার (১০ জানুয়ারি) হলটির সভাকক্ষে শিক্ষার্থীদের অভ্যর্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের প্রভোস্ট ও বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মোহাম্মদ মতিউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের হাউজ টিউটর মেহেদী হাসান তালুকদার প্রমুখ।
 
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাহাদত হোসেন, কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থগারিক ড. মো. আনিসুর রহমান আনিছ, প্রধান প্রকৌশলী মো. আবু তালেব, শারিরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইমাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।