ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শিক্ষক ধর্মঘটে অচল নোবিপ্রবি

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
শিক্ষক ধর্মঘটে অচল নোবিপ্রবি

নোবিপ্রবি: বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) লাগাতার ধর্মঘট পালন করছেন শিক্ষকরা।

সোমবার (১১ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে নোবিপ্রবি।

এতে বন্ধ রয়েছে সব ক্লাস ও পরীক্ষা।

নোবিপ্রবি শিক্ষক সমিতির প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া  পর্যন্ত আমাদের ক্লাস ও পরীক্ষা বর্জন চলবে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ধর্মঘটের আওতার বাইরে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
 
অপরদিকে, শিক্ষকদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।