ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জবির রসায়ন বিভাগের শিক্ষক ‘তরুণ বিজ্ঞানী’ হিসেবে নির্বাচিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, মার্চ ৫, ২০১৭
জবির রসায়ন বিভাগের শিক্ষক ‘তরুণ বিজ্ঞানী’ হিসেবে নির্বাচিত জগদীশ চন্দ্র সরকার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের প্রভাষক জগদীশ চন্দ্র সরকার ‘তরুণ বিজ্ঞানী’ হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববার (০৫ মার্চ) রাতে জগদীশ চন্দ্র সরকার নিজে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জার্মানির লিন্ডাও-তে আগামী ২৫-৩০ জুন অনুষ্ঠিতব্য ৬৭তম ‘লিন্ডাও নোবেল লরিয়েট মিটিং (রসায়ন) -এ যোগদানের জন্য সায়েন্টেফিক রিভিউ প্যানেল অব দ্যা কাউন্সিল ফর দ্যা লিন্ডাও নোবেল লরিয়েট মিটিংসে ‘তরুণ বিজ্ঞানী’ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

অনুষ্ঠানে রসায়নে নোবেল বিজয়ী প্রায় ৩১ জন বিজ্ঞানী অংশগ্রহণ করার কথা রয়েছে।

অনুষ্ঠানে বিশ্বের প্রভাবশালী তরুণ রসায়নবিদদের মধ্য থেকে মাত্র চারশ’জন তরুণ বিজ্ঞানী অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বলেও জানান তিনি।  

১৯৫১ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানীদের সঙ্গে তরুণ গবেষকদের মতবিনিময়ের সুযোগ সৃষ্টি এবং উৎসাহিত করার লক্ষ্যে প্রায় প্রতিবছর এ প্রোগ্রামের আয়োজন করে থাকে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
ডিআর/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।