ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলা দ্বিতীয়পত্রে বরিশালে বহিষ্কার ৩, অনুপস্থিত ৭০৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
বাংলা দ্বিতীয়পত্রে বরিশালে বহিষ্কার ৩, অনুপস্থিত ৭০৫

বরিশাল: এইচএসসি’র বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ দিনের পরীক্ষায় ৬ জেলায় ১১৬টি কেন্দ্রে মোট ৭০৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেলে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় মোট ৫২ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৪৪ জন অংশগ্রহণ করে।


 
বহিষ্কৃতদের মধ্যে বরিশাল বোর্ডের আওতাধীন পটুয়াখালীর নওমালা-৪০৪ কেন্দ্রে ২ জন এবং ভোলার বেগম রহিমা-৬৩৩ কেন্দ্রে ১ জন।
 
এ বছর অনুপস্থিতির গড় হিসেব ১ দশমিক ৩৫ ভাগ। যা ২০১৬ সালে ছিলো ১ দশমিক ২৩।
 
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।