রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. নিলুফা আখতার বানু, অধ্যাপক ড. আনোয়ারুল হক, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামসহ বিভাগীয় শিক্ষকরা।
সমঝোতা স্বাক্ষর শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন বাংলানিউজকে জানান, এ সমঝোতার মাধ্যমে ইবি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে চন্বুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল সায়েন্স বিভাগ এবং ইন্সটিটিউট ফর মেডিকেল সায়েন্সের মধ্যে বায়োটেকনোলজি ও বায়োমেডিকেল সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে সমন্বিত গবেষণা হবে।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এনটি