ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, জানুয়ারি ২৬, ২০১৮
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে অনুষ্ঠিত হয় ফাইনাল বিতর্ক।

অনুষ্ঠিত ফাইনাল বিতর্কের বিষয় ছিলো ‘অভিবাসন প্রক্রিয়ায় দালালদের সেবা প্রদানকে প্রাতিষ্ঠানিকীকরণই পারে প্রতারণা দূর করতে’।

এ বির্তকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) দল ‘সংশপ্তক’ ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) দল ‘অপরাজেয় বাংলা’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দলের হয়ে বিতর্ক করেন মুশফিক উস সালেহীন, মো. সোহানুর রহমান ও  মিনহাজ রাব্বি। এ বিতর্কে মো. সোহানুর রহমান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ