ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে নিরাপদ ব্রয়লার মুরগি উৎপাদনে প্রশিক্ষণ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
বাকৃবিতে নিরাপদ ব্রয়লার মুরগি উৎপাদনে প্রশিক্ষণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিরাপদ ব্রয়লার মুরগি উৎপাদনের লক্ষ্যে ময়মনসিংহের বিভিন্ন এলাকার ৩০ জন খামারিদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পশুপালন অনুষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান এ কর্মশালার উদ্বোধন করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এন্টিবায়োটিক ফ্রি ব্রয়লার প্রোডাকশন ইউজিং ডিফারেন্ট মেডিসিনাল প্লান্টস প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগ।

পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলী ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।