ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
বাকৃবিতে চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাকৃবিতে চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মুক্তিযুদ্ধের চিত্রপ্রদর্শনী ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্র প্রদর্শন করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- বাকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন, ডেপুটি লাইব্রেরিয়ান ড. মো. এনামুল হক ও বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল প্রমুখ।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের করিডোরে শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিশু-কিশোর কাউন্সিল।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।