ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবিতে লোকসাহিত্যের বর্তমান প্রবণতা শীর্ষক সেমিনার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
ইবিতে লোকসাহিত্যের বর্তমান প্রবণতা শীর্ষক সেমিনার বক্তব্য রাখছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান।

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোকসাহিত্যের বর্তমান প্রবণতা শীর্ষক আন্তর্জাতিক সেমিনার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগ সেমিনারের আয়োজন করে। 

মঙ্গলবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান।

ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে ও একই বিভাগের প্রভাষক মিথুন মোস্তাফিজের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রাশিদ আসকারী।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

সেমিনারে মুলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সেন্ট্রাল ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ল্যাংগুয়েজের অধ্যাপক ড. জওহরলাল হান্ডু ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেক্সিকোর হিস্ট্রি অব আর্টস বিভাগের অধ্যাপক ড. ড্যামন জোসেফ মন্টক্লার।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।