ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ‘ক্লাসের ফাঁকে বইমেলা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ‘ক্লাসের ফাঁকে বইমেলা’ সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ‘ক্লাসের ফাঁকে বইমেলা’

ঢাকা: সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ক্যাম্পাসে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ক্লাসের ফাঁকে বইমেলা-২০১৮’। 

শনিবার (২৮ জুলাই) কলেজে ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড.  রফিকুল ইসলাম।  

সিদ্ধেশ্বরী গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি এমএস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা।

 এছাড়াও উপস্থিত  ছিলেন কথাসাহিত্যিক মোশতাক আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আহমেদ পাবলিকেশন্সের কর্ণধার মেজবাহউদ্দিন আহমদ।  

মেলায় দেশের শীর্ষস্থানীয় ২৫টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। মেলা চলবে সোমবার (৩০ জুলাই) পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

বইমেলা উদ্বোধনের পাশাপাশি কলেজের নবীনবরণও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের সেরা তিন মেধাবী ও সর্বোচ্চ উপস্থিতির জন্য তিন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।