ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে নবীনবরন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে নবীনবরন নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলেজ মাঠ প্রঙ্গণে একাদশ শ্রেণির (২০১৮-১৯) শিক্ষার্থীদের বরন করতে এ অনুষ্ঠানের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন।

সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মো. নাজমুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক, উপাধ্যক্ষ প্রফেসর নাসিমা আহম্মেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুন্সী সিরাজুল হক, বীরমুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।