ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বন্ধ হচ্ছে ইবির সন্ধ্যাকালীন কোর্স

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
বন্ধ হচ্ছে ইবির সন্ধ্যাকালীন কোর্স

ইবি: অবশেষে বন্ধ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগে চলমান সন্ধ্যাকালীন কোর্স (ইভিনিং প্রোগ্রাম)। 

রোববার (২৯ জুলাই) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে প্রশাসন ভবনের সভা কক্ষে বিশ্ববিদ্যালয়ের ১১৩তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় সন্ধ্যাকালীন কোর্স বন্ধের ব্যাপারে প্রস্তাব উত্থাপিত হয়। উপস্থিত একাডেমিক কাউন্সিলের সদস্যদের সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হয়।

সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় এছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে এম ফিল ও পিএইচডি ডিগ্রি দেওয়া, একাডেমিক কার্যসম্পাদন সংক্রান্ত সিদ্ধান্তগুলো উল্লেখযোগ্য।

উপরোক্ত সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিন্ডিকেট সভায় পাসের মাধ্যমে চুড়ান্ত করা হবে বলে জানা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বাংলানিউজকে বলেন, ‘বর্তমানে সন্ধ্যাকালীন কোর্স বন্ধ যুগোপযোগী সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আশাকরি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও আমাদের অনুসরণ করবে। ’

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সন্ধ্যাকালীন কোর্স বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিল।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।