ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবির ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
জাবির ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যা চলবে ১৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

শুক্রবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইতোমধ্যে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে।

গতবারের মতো এবারও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) অনলাইন ভর্তি রেজিস্ট্রেশন পরিচালনা করবে।

কোনো ধরনের জটিলতা তৈরি না হলে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে- juniv.edu পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা আগস্ট ১৭, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।