ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

লন্ডনের ভার্সিটিতে বাংলাদেশি অর্নার কীর্তি

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
লন্ডনের ভার্সিটিতে বাংলাদেশি অর্নার কীর্তি

ঢাকা: যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিভাগে ২০১৮ সালের সম্মান শ্রেণির পরীক্ষায় রেকর্ড নম্বর নিয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের সফুরা মাহবুব অর্না।

তিনি ইউনিভার্সিটি অব লন্ডনের অধীন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ, সাউথ থেকে এ কৃতিত্ব অর্জন করেন।

স্বাধীনতা পরবর্তী সময়ে অর্নার আগে বাংলাদেশ থেকে মাত্র চারজন এ কৃতিত্ব লাভে সমর্থ হয়েছেন।

আইন শিক্ষায় বিশ্বখ্যাত ওই বিশ্ববিদ্যালয়ে এ বছরের এলএলবি (সম্মান) পরীক্ষায় সারা বিশ্ব থেকে মাত্র ২৩ জন প্রথমশ্রেণী পেয়েছেন।  

অর্না এর আগে এসএসসি এবং এইচএসসি’তেও গোল্ডেন ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।

অর্না এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মাদ গোলাম মাহবুবের ছোট মেয়ে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।