ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঈদের ছুটিতে নিষ্প্রাণ ঢাবি ক্যাম্পাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
ঈদের ছুটিতে নিষ্প্রাণ ঢাবি ক্যাম্পাস ঢাবি ক্যাম্পাস। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঈদের ছুটিতে নিষ্প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। বৃহস্পতিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাবি ক্যাম্পাস ঘুরে এমন চিত্রই দেখা গেছে। কোনো হলে শিক্ষার্থী নেই। প্রতিটি হলের সামনে নিষ্প্রাণ নীরবতা। কলা ভবন, হাকিম চত্বর, কেন্দ্রীয় গ্রন্থাগার, মধুর ক্যান্টিন, টিএসসি এলাকায় তেমন জনসমাগম দেখা যায়নি।

শাহবাগ থেকে টিএসসিমুখী সড়কে গুটি কয়েক রিকশা ছাড়া আর কিছুই চোখে পড়েনি। পলাসীর মোড় থেকে এসএম হলের সামনে উদয়ন স্কুল সড়ক সবই ফাঁকা দেখা যায়।

ভিসির বাসভবনের গেটে অলস সময় কাটাচ্ছিলেন কতিপয় পুলিশ সদস্য।

ভিসির বাসভবন চত্বরের সামনে থেকে টিএসসির দিকে এগুলে বামে কলা ভবন পার হয়ে রোকেয়া হলের গেটে গিয়ে দেখা গেছে পুরোটাই নীরব। গেটের সামনে নেই শিক্ষার্থীদের আনাগোনা। রোকেয়া হল গেটের উল্টো পাশে হাকিম চত্বরের অস্থায়ী চা-সিঙ্গারার দোকানেও মিলেনি কোনো ক্রেতা।

চা বিক্রেতা জুয়েল বলেন, ঈদের ছুটিতে শিক্ষার্থীরা সব বাড়ি গেছে। তাই এখানে লোকজন নেই বললেই চলে। সন্ধ্যার দিকে দুই-চারজন এলেও ঢাবি না খোলা পর্যন্ত আগের মতো জমজমাট হবে না।

টিএসসি এলাকায় ঘুরতে এসেছেন সোহেল হায়দার। তিনি বলেন, ঈদের ছুটি চলছে। তাই শিক্ষার্থীরা বাড়ি চলে গেছে। এই এলাকায় বহিরাগত লোকদের চেয়ে ঢাবির শিক্ষার্থীরাই বেশি আসেন। সেজন্য এখন ফাঁকা।

টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক ধরে ঢাকা মেডিকেলমুখী সড়কেও তেমন যানবাহন চোখে পড়েনি। কার্জন হলের আশপাশেও অনেকটা ফাঁকা দেখা গেছে।
 
সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে বিচ্ছিন্নভাবে কিছু মানুষকে ঘোরাফেরা করতে দেখা গেছে। কয়েকটি ফুচকা-চটপটির দোকান থাকলেও তাতে ক্রেতা নেই।

ফুচকা বিক্রেতা সেলিম বলেন, ঈদের ছুটির কারণে ঢাকা থেকে অনেক মানুষ গ্রামে গেছে। তার প্রভাব এখানেও। তবে সন্ধ্যার দিকে কিছু মানুষ ঘুরতে আসবে বলে আশা করছি। তখন হয়তো কিছু বেচাকেনা হবে।
 
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।