ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সাম্প্রদায়িক শক্তি রুখতে নজরুল দর্শন চর্চার আহ্বান 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
সাম্প্রদায়িক শক্তি রুখতে নজরুল দর্শন চর্চার আহ্বান  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাককানবির আয়োজিত অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কবি নজরুলের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানবি) উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, কবি নজরুল ছিলেন সাম্য, মানবতা, প্রেম ও দ্রোহের কবি। তার দর্শন ছিল অসাম্প্রদায়িক।

তিনি আমাদের আদর্শ ও প্রেরণার নাম। ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিকে রুখতে নজরুল দর্শনের চর্চা অব্যাহত রাখতে হবে।

সোমবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কবির প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপাচার্য এ আহ্বান জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের সহকারী পরিচালক রাশেদুল আনাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।