ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

২১শে আগস্ট গ্রেনেড হামলায় ইবিতে প্রতিবাদ র‍্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
২১শে আগস্ট গ্রেনেড হামলায় ইবিতে প্রতিবাদ র‍্যালি ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ র‍্যালি

ইবি: ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলার ঘটনার প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের চত্বর থেকে একটি প্রতিবাদ র‍্যালি বের হয়।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী ও উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান র‍্যালিতে নেতৃত্ব দেন।

এসময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড রেজওয়ানুল হক প্রমুখ।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রশাসন ভবন চত্বরে এসে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল হকের সভাপতিত্বে ও জনসংযোগ বিভাগের কর্মকর্তা রাজিবুল হকের উপস্থাপনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

এছাড়াও আরও বক্তব্যে রাখেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

সমাবেশে বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান। পরে গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ওই হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।